তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে জাকের আলী অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণে আফগানিস্তানের মত দলকে হারানো নিঃসন্দেহে জাকেরের জন্য অনেক বড় অর্জন। কিন্তু কথায় আছে ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ যা আমরা অতীতে সাকিব-তামিম-লিটনদের করতে দেখেছি-সেটা কি তিনি হতে পেরেছেন? নি:সন্দেহে এটার উত্তর হবে ‘না’। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় এলেও গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে সাইফের ব্যাটে বাংলাদেশ জিতেছে হেসেখেলে। দুই ওভার হাতে রেখে ৬ উইকেটের ব্যবধানে জিতে আফগানদের ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ করেছে বাংলাদেশ। কিন্তু সিরিজের তিন ম্যাচ মিলিয়ে জাকের আলী ৫০ রানও পার করতে পারেননি। গতকাল যেখানে তাঁর সুযোগ ছিল ম্যাচ হিরো হওয়ার সেখানেও ব্যর্থ হয়েছেন। মুজিব-উর-রহমানের বল লেগ সাইডে খেলতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। আম্পায়ার্স কলেই সাজঘরে ফিরেন। দলীয়ভাবে...