প্রয়াত হলেন প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার বার্নার্ড জুলিয়েন। ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এই সাবেক অলরাউন্ডার। গত শনিবার (৫ অক্টোবর) উত্তর ত্রিনিদাদের ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন বার্নার্ড জুলিয়েন। ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সেই আসরে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২০ রান দিয়ে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও নিয়েছিলেন ৪ উইকেট, খরচ করেন মাত্র ২৭ রান। আর ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে খেলেন ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি খেলেছেন ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ। টেস্টে করেছেন ৮৬৬ রান এবং নিয়েছেন ৫০ উইকেট। ওয়ানডেতে করেছেন ৮৬ রান ও নিয়েছেন ১৮টি উইকেট। সতীর্থ বার্নার্ড জুলিয়েনকে স্মরণ করে ওয়েস্ট...