নিজস্ব প্রতিবেদক : বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নতুন নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। রোববার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর এক হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আসবেন আরও দুজন পরিচালক। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রার্থীতা প্রত্যাহার করেন তামিম ইকবালসহ ২১ জন প্রার্থী। তাদের অনুপস্থিতিতে অবশিষ্ট প্রার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। ‘বি’ ক্যাটাগরিতে ৭৬ ভোটারের মধ্যে ভোট দেন ৪৩ জন, যার মধ্যে ৩৪ জন ই-ভোট এবং ৯ জন সরাসরি ভোট দেন।‘সি’ ক্যাটাগরিতে ৪৫ ভোটারের মধ্যে ৪২টি ভোট কাস্ট হয়। রাজশাহী বিভাগে ৯ ভোটের মধ্যে ৭টি এবং রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে...