সারে ভর্তুকি চূড়ান্ত না করে সার কারখানায় গ্যাসের দাম বাড়ালে সংকট তৈরি হবে। সার কারখানাগুলো তীব্র আর্থিক সংকটে পড়বে। গ্যাস বিল পরিশোধে বিলম্বসহ সারের উৎপাদন হুমকির মুখে পড়তে পারে। সোমবার (৬ অক্টোবর) বিয়াম অডিটোরিয়ামে সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানিতে বিসিআইসি’র পক্ষ থেকে এসব কথা বলা হয়। এদিকে দিনব্যাপী শুনানি শেষে কারও কোনও মতামত থাকলে ১৩ অক্টোবর পর্যন্ত লিখিত আকারে দেওয়া যাবে বলে জানায় বিইআরসি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের দাম প্রশ্নে সবদিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে আপনারা চিন্তিত! অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে। জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্যের নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনার রাখতে হবে। আবার এলএনজি আমদানির খরচের বিষয়গুলোও...