ময়মনসিংহে দৃশ্যমান ফ্যাসিস্টদের দ্রুত গ্রেপ্তার এবং শহিদ ও আহত পরিবারের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা আমরণ অনশনসহ অবস্থান কর্মসূচি পালন করছেন। দ্বিতীয় দিনের মত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ফ্যাসিস্টদের গ্রেপ্তার, শহীদ ও আহত পরিবারের নিরাপত্তা দাবিতে এ অনশন চলছে। গতকাল রবিবার (৫ অক্টোবর) দুপুর থেকে শুরু হয় আমরণ অনশন। অবস্থান কর্মসূচির আয়োজনে সার্বিক সহযোগিতা করে শহিদ ও আহত সেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী জুলাই যোদ্ধা ময়মনসিংহ বিভাগ। বিপ্লবী জুলাই যোদ্ধার ব্যানারে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেলের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আল নূর আয়াস আমরণ অনশনের ঘোষণা দিলে তাতে যোগ দেন বিভাগের আরও শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা। বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা অনশনে...