নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর নতুন নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেছেন ওয়াজিদ হাসান শাহ। সোমবার (০৬ অক্টোবর) তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং বিআইসিএম পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান পত্র জমা দেন। ওয়াজিদ হাসান শাহ যুক্তরাষ্ট্রের ট্রুম্যান স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে বিএসসি এবং মিসৌরি-কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে উন্নয়ন ব্যবস্থাপনার (ডেভলপমেন্ট ম্যানেজমেন্ট) ওপর এমবিএ ডিগ্রি লাভ করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব...