বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, ৩টি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ কোটা) থেকে নির্বাচিত হয়েছেন ১০ জন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগের আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা বিভাগের নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগের সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগের রাহাত শামস, রাজশাহী বিভাগের মোখলেসুর রহমান এবং রংপুর বিভাগের হাসানুজ্জামান রয়েছেন। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব কোটা) থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। এর মধ্যে ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল...