লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ যোগদান সম্পন্ন হয়। এ সময় ছাত্র-ছাত্রী উভয়েই ছাত্রদলে যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি নতুন যোগদানকারী শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ রহমান, এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা গাজী সান্নিধ্য, সম্পদ, তাওহীদ ইসলাম, আল মুসাব্বির মুন্না, অনন্যা, রুকাইয়াসহ আরও অনেকে। বক্তব্যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী...