
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে পর রবিবার (৫ অক্টোবর) ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন।আরো পড়ুন:মাদারীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কয়েকটি জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কয়েকটি জায়গায় সভা-সমাবেশ নিষিদ্ধ শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে এখনো পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন নারী ও ১০ জন পুরুষ। সোমবার (৬ অক্টোবর) সকালে...