বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার ও আইনজীবী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে ৩২টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান পাচার হওয়া অর্থের উৎস শনাক্ত, আইনি সহায়তা এবং প্রশাসনিক প্রক্রিয়ায় ব্যাংকগুলোকে সহযোগিতা করবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওমর ফারুক খান বলেন, “কিছু ব্যাংক নেতৃত্ব দিয়ে অন্যদের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করবে। এরপর তারা আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার সংস্থাগুলোর সঙ্গে চুক্তি করবে। চুক্তি সম্পন্ন হলে উদ্ধার হওয়া অর্থ কীভাবে দেশে ফেরানো ও জমা দেওয়া হবে, তা নির্ধারণ করা হবে।”...