ঢাকা:সম্প্রতি রাজধানীর দ্য ওয়েস্টিনের বলরুমে ফিনএক্সেলের ১৫ বছর পূর্তি উদযাপন করা হয় |দেশের আর্থিক খাতের কনসালটেন্সি প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড (ফিনএক্সেল) ১৫ বছর পূর্তি উদযাপন করেছে। সম্প্রতি রাজধানীর একটি হেটেলের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট খাতের শীর্ষ নীতিনির্ধারক ও নেতারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।ড. মনসুর বলেন, দেশের ব্যাংকিং খাতে প্রযুক্তি ও ব্যবস্থাপনায় নিজস্ব সক্ষমতা গড়ে তোলা জরুরি। এখনো অধিকাংশ কোর ব্যাংকিং সিস্টেম বিদেশ থেকে আনা হয়। তাই মানবসম্পদ উন্নয়ন ও নিজস্ব প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর ওপর তিনি জোর দেন। তিনি আরো বলেন, রাজনৈতিক প্রভাব ব্যাংক খাতে সুশাসনের বড় অন্তরায়।প্রধান অতিথি ড. সালেহউদ্দিন আহমেদ আর্থিক খাতের নেতৃত্বে নৈতিকতা...