বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আরও দুজন পরিচালক যোগ দেবেন বোর্ডে। আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিকেল ৪টা নাগাদ ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় গণনা। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রকাশ করা হয় প্রাথমিক ফলাফল। ‘বি’ ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, তবে ভোট দিয়েছেন মাত্র ৪৪ জন কাউন্সিলর। এর মধ্যে ৩৪ জন ই-ভোটের মাধ্যমে, আর ৯ জন উপস্থিত থেকে ভোট দিয়েছেন। বাকী ৩৩ জন ভোট প্রদান থেকে বিরত থাকেন। অন্যদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন। ৫ জন ই-ভোটে, ৩৭ জন সরাসরি উপস্থিত থেকে। অঞ্চলভিত্তিক ভোটেও পার্থক্য স্পষ্ট...