বেশ উন্মাদনা আর আমেজ নিয়ে শুরু হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে শেষ পর্যন্ত সেটি আর পাওয়া গেল না। নানা বিতর্ক আর অভিযোগকে সঙ্গী করেই আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শেষ হলো নির্বাচন। গঠনতন্ত্র অনুযায়ী ৩টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে চার বিভাগ থেকে ৮ জন পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। বাকি ছিল কেবল রংপুর আর রাজশাহী বিভাগ। দুই বিভাগ থেকেই ভোটার ছিলেন ৯জন করে।...