কাগজে-কলমে হংকং ম্যাচের আগে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের অপূর্ণতা ছিল শুরু থেকেই। সেই ৩০ সেপ্টেম্বর থেকেই হ্যাভিয়ের ক্যাবরেরা কম খেলোয়াড় নিয়ে অনুশীলন করে আসছেন। সোমবারও ব্যতিক্রম ছিল না তার। তবে এ দিনটিতে জাতীয় ফুটবল দলের সব অপূর্ণতায় যেন পূর্ণতা এনে দিলেন হামজা দেওয়ান চৌধুরী। দলের সবচেয়ে বড় তারকাকে নিয়েই প্রথম সেশন অনুশীলন করতে পারলেন ক্যাবরেরা। বেলা সোয়া ১১টার দিকে ঢাকায় পা রেখেছেন হামজা। ইংল্যান্ড থেকে ১২-১৩ ঘণ্টার লম্বা ভ্রমণ। তবে এসব হামাজাকে ক্লান্তিতে ফেলার জন্য যথেষ্ট নয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে লাঞ্চ সারলেন। কিছু সময় বিশ্রাম নিলেন। তারপর রওয়ানা হলেন ঢাকা জাতীয় স্টেডিয়ামে, বিকেলে যে অনুশীলন! জানাই ছিল, হামজা সকালে ঢাকায় ফিরে বিকেলেই অনুশীলন করবেন। তিনি যোগ দেওয়ায় ক্যাম্প পেলো নতুন মাত্র। হামজার কারণেই সোমবার অনুশীলনে ব্যাপক উপস্থিতি...