ফ্রান্সের রাজনীতিতে আবারও বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত মিলেছে। দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই এবং নিজের মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টা না যেতেই পদত্যাগ করলেন নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু।সোমবার (৪ অক্টোবর) ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।প্রায় এক মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান লেকোর্নু। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রবল রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে ছিলেন। ঋণ সংকটে জর্জরিত ফ্রান্সের বিভক্ত সংসদে বাজেট পাস করানো তার জন্য দুঃসাধ্য হয়ে ওঠে। সংসদের ভেতরে-বাইরে রাজনৈতিক বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে কার্যকর সরকার পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়ে।রোববার রাতে তিনি নিজের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই, সোমবার সকালে হঠাৎ পদত্যাগ করেন। এর ফলে ফ্রান্সের ইতিহাসে তার সরকার অন্যতম...