এলাকাবাসী অভিযোগ করেছেন, পৌরসভার কোনো নির্ধারিত ডাম্পিং পয়েন্ট না থাকায় লোকজন বাধ্য হয়ে এই তিন স্থানে ময়লা ফেলছেন। ফলে শুধু দুর্গন্ধ নয়, বর্ষাকালে ওই স্থানগুলো মশা ও মাছির আখড়ায় পরিণত হয়। ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুন্নবী সুমন তপাদার বলেন, আমরা বারবার পৌরসভাকে অনুরোধ করেছি যেন নির্দিষ্ট একটি স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করে। কিন্তু এখনো কোনো স্থায়ী ডাম্পিং স্পট নির্ধারণ করা হয়নি। হাজীগঞ্জের প্রধান তিন প্রবেশপথ এখন দুর্গন্ধে ভরে গেছে। অন্যদিকে ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার বলেন, হাজীগঞ্জ বাজারের শত শত মানুষ এই তিন রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন। বাজারে প্রবেশের সময় দুর্গন্ধে অনেকেই নাক-মুখ চেপে রাখতে বাধ্য হন। এটি শুধু নোংরামি নয়, স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ময়লা ব্যবস্থাপনা নিয়ে আমরা ইতিমধ্যেই পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। দ্রুত বিকল্প...