এক সময় বরেন্দ্র অঞ্চলে তাকালে বিশাল মাঠে শুধু ধান আর ধানের সবুজ খেতে প্রাণ জুড়িয়ে যেতো। বর্তমান সময়ে সে মাঠে ধানের বুক চিরে তৈরি হয়েছে নানা স্থাপনা। বরেন্দ্র অঞ্চলে তিন ফসলী আবাদি জমিতে অপরিকল্পিতভাবে আবাসন, শিল্প-কারখানা, স্থাপনের প্রতি মানুষ বেশি আগ্রহী হয়েছে। বেড়েছে আম বাগানের তৈরির প্রবনতাও। যত্রতত্র চলছে পুকুর খননও। গড়ে উঠেছে ইটভাটাও। যে কারণে দিন দিন আবাদি জমির পরিমাণ কমছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হালনাগাদ তথ্যে অনুযায়ী, গত ১৭ বছরে বরেন্দ্র অঞ্চলের রাজশাহী নাটোর চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় তিন ফসলী জমি কমেছে প্রায় ৯০ হাজার হেক্টর। কৃষিজমি রক্ষায় আইন এবং সরকারি বিধি বিধান থাকলেও প্রশাসনের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তায় বন্ধ হচ্ছে না পুকুর খনন ও স্থাপনা তৈরি কাজ। এ কারণে কৃষিজমিতে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। দেশের শস্যভান্ডার খ্যাত বরেন্দ্র...