ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু ও তার সরকার সোমবার পদত্যাগ করেছেন। মন্ত্রিসভার কে কোন পদে আছেন তা ঘোষণার কয়েক ঘণ্টা পরই এ ঘটনা ঘটে। এতে লেকোর্নুর সরকার আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকার নজির তৈরি করেছে। এ ঘটনায় স্টক ও ইউরোর আকস্মিক দরপতন ঘটে। রয়টার্স জানিয়েছে, এই ত্বরিত পদত্যাগ অপ্রত্যাশিত ছিল এবং এর ফলে ফ্রান্সে আরেকটি গভীর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক শত্রু ও মিত্র উভয়ই নতুন সরকারকে একসঙ্গে ক্ষমতাচ্যুত করার হুমকি দেওয়ার পর ঘটনাটি ঘটে। লেকোর্নু প্রধানমন্ত্রী ছিলেন মাত্র ২৭ দিনের জন্য, আর তার সরকারের স্থায়িত্ব ছিল মাত্র ১৪ ঘণ্টা। ফ্রান্সের কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল র্যালি অবিলম্বে আগাম পার্লামেন্ট নির্বাচন ডাকার জন্য প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর প্রতি আহ্বান জানিয়েছে। কট্টর বামপন্থি দল ফ্রান্স আনবৌড বলেছে, মাক্রোঁকেও পদত্যাগ...