ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দলটির গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার বের্নার্ড জুলিয়েন মারা গেছেন। ১৯৭৫ সালে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর। ত্রিনিদাদ এন্ড টোবেগোতে মারা যাওয়া বের্নার্ড বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে ভূমিকা রেখেছিলেন। ফাইনালটি হয়েছিল ইংল্যান্ডের লর্ডসে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তার প্রয়াণের কথা জানিয়েছে এবং শোক প্রকাশ করেছে। উইন্ডিজ বোর্ড বিবৃতিতে বলেছে, ‘বের্নার্ড জুলিয়েনের পরিবার, বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, উদ্দেশ্যের জন্য নিবেদিত প্রাণ-জীবন কখনই আমাদের ছেড়ে যায় না।’ ‘এই ক্ষতির মুহূর্তে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আপনার পাশে আছে। আমরা আশা করি বের্নার্ড জানতেন যে, ক্রিকেট পরিবার তাকে গড়ে তুলতে সাহায্য করেছে এবং...