আটকরা হলেন ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা পলাতক ডাকাত সর্দার সাহেব আলীর স্ত্রী কল্পনা বেগম (২৯), তার ছেলে সজীব (১৯), সাহেব আলীর শ্যালক শামীম মিয়া (২৬), সহযোগী মৃত বাচ্চু মিয়ার ছেলে হাফিজ হাফিজ শেখ (২৩), আব্দুল মজিদের ছেলে আমিনুল ইসলাম (৩৪) ও মৃত হাশেমের ছেলে মো. আকবর (২০)। র্যাব-১১ এর লে. কমান্ডার মো. নাঈম উল হক জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকরা প্রত্যেকে সাহেব আলীর অপরাধ জগতের সক্রিয় সহযোগী। আমাদের সদস্যদের ওপর হামলার ঘটনায় তারা জড়িত। গতকাল রাতে আটকদের সঙ্গে সাহেব আলীও ওই বাসায় অবস্থান করছিলেন। তবে আমরা অভিযানে গেলে তাকে পাওয়া যায়নি। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এরআগে ৩০ সেপ্টেম্বর রাতে ৯টায় ডাকাত সর্দার সাহেব আলীকে গ্রেফতার করতে ৪...