আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর টোব্যাকো)’ পদে ১০০ জন পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থেকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারেন। প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর টোব্যাকো)পদসংখ্যা: ১০০ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস অথবা সমমান। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগতা শিথিলযোগ্য।অভিজ্ঞতা: প্রযোজ্য নয়বেতন: ১২,০০০ টাকা। কেপিআই এবং সেলস ফোর্স মোটিভেশনাল প্রোগ্রামসহ কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: পুরুষবয়স: সর্বনিম্ন ২০ বছরকর্মস্থল: যে কোনো স্থান আবুল খায়ের ভেজিটেবল অয়েল মিল, ৭/৮, নাসিরাবাদ আই/এ, রুবি গেইট, বায়েজিদ, চট্টগ্রাম। আবুল খায়ের গ্রুপ, নাভানা এফ এস কসমো, বাড়ি # ৪/বি (২য় তলা), রোড # ৯৪, গুলশান-২, ঢাকা-১২১২।...