
বিশ্ব বসতি দিবস উপলক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) আয়োজিত সেমিনারে মুজিব বর্ষের লোগো সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ভুলবশত পুরোনো লিফলেট বিতরণ করা হয়েছে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এ সময় ঘটনাটি ঘটে। একাধিক সূত্র জানায়, সেমিনারে অংশগ্রহণকারী দর্শনার্থীদের হাতে ইমারত নির্মাণ সংক্রান্ত লিফলেট দেওয়া হয়। সেই লিফলেটে দেখা যায় মুজিব বর্ষের লোগো, যা নিয়ে উপস্থিত লোকজনের মধ্যে ক্ষোভ ও সমালোচনা শুরু হয়। পরে বিতরণ করা লিফলেট ফেরৎ নেয় কেডিএ। এ বিষয়ে জানতে চাইলে...