মেক্সিকোর ফুটবল গ্রেট ওমার ব্রাভোকে শিশু যৌন নির্যাতনের সন্দেহে তার নিজ দেশে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি বেশ কয়েকবার এক কিশোরীকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে। হালিস্কো রাজ্যের প্রসিকিউটররা এক বিবৃতিতে বলেছেন, ৪৫ বছর বয়সী ব্রাভো ‘আগেও একই ধরনের কাজ করেছেন’ বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রাভোর সাবেক ক্লাব গুয়াদালাহারার কাছাকাছি সাপোপান শহরে একটি অভিযানের সময় সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয় এবং শিগগিরই তাকে আদালতে হাজির করা হবে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে। ব্রাভো তার প্রজন্মের সেরা মেক্সিকান স্ট্রাইকারদের একজন হিসেবে পরিচিত। গুয়াদালাহারার রেকর্ড গোলদাতা তিনি। স্বদেশের এই ক্লাবের হয়েই তার পেশাদার ক্যারিয়ার শুরু হয় ২০০১ সালে। তিন মেয়াদে দলটির হয়ে ৪০০ ম্যাচ খেলে তিনি গোল করেন ১৫৬টি। ক্লাবের হয়ে আলো ছড়িয়ে ২০০৩ সালে মেক্সিকো জাতীয় দলে...