ঢাকা:বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টকর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নিকেতন এলাকা থেকে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ অক্টোবর) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলম তাকে। আবেদনে বলা হয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ঘটনার দিন ৫ আগস্ট আদাবর থানা এলাকায় সরকারবিরোধী আন্দোলন দমনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ওইদিন সহিংসতায় গামেন্টকর্মী রুবেলের মৃত্যুর ঘটনায় এ আসামি জড়িত...