ঢাকা: উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। সোমবার (৬ অক্টোবর) একাত্তর টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার আছে বলে আমি মনে করি না। একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে, তাই নিরাপদ প্রস্থানের প্রশ্নই ওঠে না।”নিজ মন্ত্রণালয়ের ১৪ মাসের কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট কি না এবং নির্বাচনের পরিবেশ কতটা তৈরি হয়েছে—এমন প্রশ্নের জবাবে শারমিন বলেন, “নির্বাচনের পরিবেশ এখনও পুরোপুরি তৈরি হয়নি। তবে নির্বাচন কমিশন দক্ষ, এবং আগামী পাঁচ মাসের মধ্যে উপযুক্ত পরিবেশ গড়ে উঠবে বলে আমি আশাবাদী।”এর আগে, উপদেষ্টাদের রাজনৈতিক লিয়াজোঁ এবং সেফ এক্সিট প্রসঙ্গে একাত্তরের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা...