আজ ৬ অক্টোবর চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে। এদিন রাতে চাঁদের আলোর উজ্জ্বলতা ১৩ শতাংশ বাড়বে। এই বিশেষ চাঁদকে হারভেস্ট মুন বা সুপারমুন নামে ডাকা হয়। হারভেস্ট মুন হলো সেই পূর্ণিমা যা শরৎ বিষুবের সময় ঘটে, অর্থাৎ শরৎকালের শুরুতেই। প্রাচীনকালে কৃষকরা এই জোছনা ব্যবহার করে রাতের বেলায় মাঠে কাজ করতেন ও ফসল কাটতেন। সেই প্রথা থেকেই এই পূর্ণিমার এমন নামকরণ। বিরল এই দৃশ্য আজ ৬ অক্টোবর সোমবার রাত সোয়া বারোটার পর থেকে দেখা যাবে। বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশে সূর্যাস্তের পরপরই পূর্ব দিগন্তে চাঁদ উঠতে দেখা যাবে। দিগন্তের কাছাকাছি থাকা অবস্থায় চাঁদ স্বাভাবিকের তুলনায় অনেক বড়...