নানা নাটকীয়তার পর অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন। সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। সকাল ১০টা থেকে চলে ভোটগ্রহণ। তিন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আর ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচিত হয়েছেন ৮ জন। চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর নির্বাচিত হন। খুলনা বিভাগ থেকে সাবেক স্পিনার খান আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান পরিচালক হয়েছেন। সিলেট থেকে রাহাত সামস ও বরিশাল থেকে শাখাওয়াত হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান নাম সরিয়ে নেয়ায় পরিচালক হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম। ক্যাটাগরি-১এ...