গাজার চলমান যুদ্ধ ও ইসরায়েলের নির্মম আগ্রাসনের পেছনে রাজনৈতিক, সামরিক ও কৌশলগত নানা কারণ থাকলেও সম্প্রতি আলোচনায় এসেছে একটি প্রাচীন ধর্মীয় ভবিষ্যদ্বাণী—“অষ্টম দশকের অভিশাপ”। ইংরেজিতে বলা হয়Curse of the Eighth Decade, আরবিতেLa'nat al-'Aqd al-Thamin। তালমুদে উল্লেখিত এই ব্যাখ্যা অনুযায়ী, কোনো ইহুদি রাষ্ট্রের আয়ু ৮০ বছরের বেশি হয় না। পতন আসে বাইরের আক্রমণ থেকে নয়, বরং ভেতরের বিভাজন ও গৃহবিবাদের মাধ্যমে। ইতিহাসও এই তত্ত্বকে সমর্থন করে; নবী দাউদ (আ.)-এর রাজত্ব বা হাসমোনিয়ান রাজ্যের মতো ইহুদি রাষ্ট্রগুলো একটিও ৮০ বছরের বেশি স্থায়ী হয়নি। বর্তমান ইসরায়েল রাষ্ট্রের জন্ম ১৯৪৮ সালে। অর্থাৎ ২০২৮ সালে এটি পূর্ণ করবে ৮০ বছর। সেই সময়ের কাছে পৌঁছতেই ইসরায়েলি সমাজ ও রাজনীতিতে উদ্বেগ বেড়েছে। সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ইয়েদিয়োত আহরোনোত পত্রিকায় লিখেছেন, “ইসরায়েলি সমাজে বিভাজন আশঙ্কাজনকভাবে বেড়েছে। ধর্মনিরপেক্ষ, কট্টর...