ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের সিরি আ’তে অভিষেক হয়েছিল ৩০ বছর আগে। তার ছেলে লুইস, ২০২৩ সাল থেকে পিসার স্কোয়াডে থেকে লিগে মূল দলে জায়গা পাননি। রোববার বোলোগনার বিপক্ষে প্রথম মাঠে নেমেছেন লুইস। বুফনের ছেলের অভিষেক দিনে পিসা ৪-০ ব্যবধানে হেরেছে বোলোগনার বিপক্ষে। ম্যাচের ৭৭ মিনিটে মাঠে নামে ১৭ বর্ষী লুইস। স্বাদ পান সিরি আ’তে খেলার। তিনি ১৫ মিনিট মাঠ মাতানোর সুযোগ পান। ১৭ নভেম্বর ১৯৯৫ সালে সিরি আ’তে গ্লাভস হাতে অভিষেক হয়েছিল বুফনের। ৫ অক্টোবর ২০২৫ পিসার উইঙ্গার হয়ে তার ছেলে নামলেন। ইতালির...