টিকটক এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে স্টেম ফিড চালুর ঘোষণা করা হয়েছে। ‘স্টেম ফিড’ টিকটক অ্যাপে একটি নতুন ফিড বা ডিজিটাল স্পেস যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতবিষয়ক কনটেন্টগুলো আলাদাভাবে পাওয়া যাবে।বাংলাদেশের কমিউনিটির জন্য ডিজিটাল মাধ্যমে শিক্ষার সুযোগ তৈরি করছে টিকটকের এই উদ্যোগ। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘স্টেম ফিড’ চালুর ঘোষণা দেওয়া হয়। শহর, গ্রামাঞ্চল এবং সুবিধাবঞ্চিত এলাকার মধ্যে শিক্ষাদানের সুযোগ সৃষ্টিতে প্রযুক্তি কীভাবে কাজ করে সেটি এই আয়োজনে তুলে ধরা হয়।টিকটকের এই আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণরা কৌতূহলী এবং সৃজনশীল। যদি এই সৃজনশীলতাকে আমরা কোনো নিরাপদ আর নির্ভরযোগ্য মাধ্যমের সাথে যুক্ত করতে পারি, তখন সমস্যার সমাধান এবং উদ্ভাবনের চর্চা করা সম্ভব হয়। টিকটকের স্টেম ফিডের মতো টুলস শিক্ষা...