নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় হতাহত অটোরিকশা যাত্রীদের পরিচয় পাওয়া গেছে। সোমবার (০৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বড়াইগ্রামের কালিকাপুর পূর্বপাড়া এলাকার মৃত অফেজ উদ্দিনের ছেলে সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত এমএলএসএস আনসার আলী (৬২), অটোরিকশাচালক জেলার লালপুর উপজেলার ধলা গ্রামের মুনছের প্রামাণিক (৭০) ও একই গ্রামের নওফেল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৬)। আহতদের মধ্যে আনসার আলীর স্ত্রী রাশিদা বেগম (৫৫), বড় ছেলে রানা আহম্মেদ (৩৮) ও ছোট ছেলে রাসেলকে (২৩) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাস বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছে বিপরিতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই...