কুমিল্লার দাউদকান্দিতে আ'লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী সুমনের ফাঁসি দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে দাউদকান্দি পৌর বিএনপি। সোমবার(৬ অক্টোবর) বিকাল ৫ টায় দাউদকান্দি পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি দাউদকান্দি শহীদ রিফাত পার্ক থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়৷ এসময় বিক্ষোভ মিছিল শেষে বক্তরা বলেন,গত ৫ আগষ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় হওয়া তুজারভাঙ্গা গ্রামের বাবু ও শহীদনগরের রিফাতসহ তিনটি হত্যা এবং ৪ মামলার এজাহার ভূক্ত আসামি সাবেক দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের ফাঁসি দাবি জানিয়ে অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান৷ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,পৌর বিএনপি'র আহবায়বাক নূর মোহাম্মদ সেলিম...