বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে তুরস্ক সফরে গেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলটি তুর্কি বিনিয়োগ সহযোগিতা ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ছয় দিনের কৌশলগত সফরে তুরস্কে পৌঁছেছে বলে সোমবার (৬ অক্টোবর) বিডার জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরের মূল উদ্দেশ্য হলো তুরস্কের শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা গভীর করা এবং বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে তুর্কি বিনিয়োগ আকর্ষণ করা। এটি বাংলাদেশের বৈশ্বিক বিনিয়োগ প্রচারণা এবং আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলে যুক্ত হওয়ার কৌশলগত অগ্রযাত্রার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিনিধিদলটি ৭ ও ৮ অক্টোবর তুরস্কের বেশ কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠীর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। এসব...