বরগুনার আমতলী উপজেলায় ২০২৪ সালে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের এক বছর পর আওয়ামী লীগের ৬৫ জনের নাম উল্লেখ এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন বিএনপির এক কর্মী। এ মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাত ৩টার দিকে আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর আমতলী উপজেলা শহরে বিএনপির মিছিল চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বিএনপি কর্মী মো. রাহাত প্যাদা বাদী হয়ে গতকাল (৫ অক্টোবর) রাতে আমতলী থানায় ৬৫ জনের নাম উল্লেখ এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য...