গাজীপুরের কালীগঞ্জে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ট্রমা জেনারেল হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ প্রথমে এ ঘটনায় জড়িত এক কিশোরীকে গ্রেপ্তার করে। পরে কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার চাচাতো ভাইকে গ্রেপ্তার করা হয়।আরো পড়ুন:শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ডকুড়িগ্রামে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, বিচার দাবি কুড়িগ্রামে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, বিচার দাবি কিশোরীর অভিযোগ, ওই চাচাতো ভাই তাকে একাধিকবার ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের এক আয়া টয়লেট পরিষ্কার করার সময় ময়লার ঝুড়িতে টিস্যু দিয়ে ঢাকা একটি নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে...