মাদারীপুরের কালকিনিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিক সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর-৩ আসনে বিএনপি থেকে অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম রেজা এবং আনিসুর রহমান তালুকদার মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।আরো পড়ুন:সালথায় ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০রামগঞ্জে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় মামলা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার দুপুরে রেজাউল করিম রেজা শোডাউন করে কালকিনি উপজেলা চত্বরে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে অন্তত দুই শতাধিক কর্মী-সমর্থক ছিলেন। তিনি উপজেলা চত্বরে শহিদ মিনার মঞ্চে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন শহিদ মিনার মঞ্চে বক্তব্য...