চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে খুন হয়েছে ২৯৭ জন। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১ হাজার ৯২৮টি।ওই মাসে গড়ে দিনে খুন হয়েছেন ১০ জন করে এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৬৪টি করে। সোমবার (৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো আগস্ট ও সেপ্টেম্বর মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। পরিসংখ্যানে বলা হয়, সেপ্টেম্বর মাসে দেশে ডাকাতির ঘটনা ঘটেছে ৫০টি, দস্যুতার ঘটনা ঘটেছে ১৬৯টি, খুন হয়েছেন ২৯৭ জন, দ্রুত বিচার হয়েছে ৯২টি, দাঙ্গা হয়েছে ৩টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১ হাজার ৯২৮টি, অপহরণের ঘটনা ঘটেছে ৯৬টি, পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন ৪৩ জন, সিঁধেল চুরি হয়েছে ২৯৫টি, চুরি হয়েছে ৮৮৮টি, অন্যান্য কারণে মামলা হয়েছে ৬ হাজার ৬৩১টি, অস্ত্র আইনে মামলা হয়েছে ১৪৫টি, বিস্ফোরক দ্রব্যের...