প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে সামাল দেওয়া সম্ভব হবে না।সোমবার বিকেল পৌনে তিনটার সময় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সংলাপের সূচনালগ্নে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ভালো না হওয়ার কোনো সুযোগ জাতি হিসেবে আমাদের কাছে নেই। সুতরাং, সবাই মিলে এই নির্বাচনটা করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে সামাল দেওয়া সম্ভব হবে না। আপনারা (সাংবাদিক) অপিনিয়ন মেকিংয়ের কারিগর। সেই সুযোগটা আমরা নিতে চাই। এই নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হতে হবে। অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে।সিইসি বলেন, আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি একাধিকবার। এটা করতে গিয়ে ভোটারদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। এটার খুব দরকার ছিল।নির্বাচন কমিশনের সব উদ্যোগে সাংবাদিকদের পাশে চেয়ে সিইসি বলেন, আপনারা...