ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রাজস্ব খাতভুক্ত নিয়মিত পদে কর্মরত স্থায়ী কর্মচারীদের জন্য প্রস্তাবিত ‘অবসারপ্রাপ্ত কর্মচারী অবসরভাতা ও অবসরজনিত সুবিধাদি পরিকল্পমালা, ২০২৫’ নীতিগত অনুমোদন দিয়েছে কর্পোরেশনের পরিচালনা কমিটি। সোমবার (৬ অক্টোবর) নগর ভবনে অনুষ্ঠিত পরিচালনা কমিটির ৯ম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।আরো পড়ুন:বৃক্ষরোপণ ও সবুজায়নের উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসকজবি সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ বৃক্ষরোপণ ও সবুজায়নের উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিসহ পরিচালনা কমিটির ২৫ সদস্য সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রথমে ১১ আগস্ট অনুষ্ঠিত ৮ম কর্পোরেশন সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপর আলোচ্য সূচি অনুযায়ী বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পেনশন ও অবসর সুবিধা সংক্রান্ত পরিকল্পনাসভায় ‘সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ...