সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার শিকার হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তার নাম ও ছবি ব্যবহার করে এক ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে, যেখান থেকে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে।সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ওই ভুয়া আইডির স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেন নুসরাত ফারিয়া। সতর্কবার্তায় তিনি লিখেন, ‘কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’শুধু সতর্ক করেই থেমে থাকেননি নায়িকা। ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, এমন ভুয়া প্রোফাইলের কোনো পোস্টে প্রতিক্রিয়া না জানাতে এবং কারও কথায় টাকা না পাঠাতে।‘অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন,’ যোগ করেছেন ফারিয়া।তারকাদের নামে ভুয়া আইডি খোলার ঘটনা নতুন নয়। এর আগেও এমন বিড়ম্বনায় পড়েছেন অভিনেত্রী সাদিয়া...