
তিস্তা নদীর পানি বাড়ায় নীলফামারী ও লালমনিরহাটে নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন ৮০ হাজার মানুষ। তলিয়ে গেছে ফসলের মাঠ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি কমে আগামী তিন দিনে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জানা গেছে, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে অস্বাভাবিকভাবে বেড়েছে তিস্তা নদীর পানি। রোববার রাতে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়, যা মৌসুমের সর্বোচ্চ। আশপাশের এলাকায় জারি করা হয় রেড অ্যালার্ট। সেইসাথে স্থানীয়দের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রশাসন। প্রবল স্রোতের তোড়ে নীলফামারীতে তিস্তা তীরের একপাশে প্রধান বাঁধে ভাঙন দেখা দেয়। এছাড়া খালিশা চাপানি ইউনিয়নের বাইশপুকুর গ্রামে...