বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষে ঘোষণা হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। যার মাধ্যমে ক্রিকেট বোর্ড পেয়েছে ২৫জন পরিচালক। এখন বাকি সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচন। যদিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথাকথিত ফলাফল ফাঁস হয়েছে, যেখানে সভাপতি ও সহ-সভাপতি পদের ফলাফল দেখানো হচ্ছে।রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল গড়াতেই প্রার্থীদের মধ্যে ফলাফল নিয়ে উত্তেজনা বেড়ে যায়। এরপর নির্বাচন কমিশন সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন এবং রাত ৯টার দিকে ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও তা আগেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।ভোটগ্রহণ শেষে হাতে পাওয়া একটি তথাকথিত ফলাফলের কাগজে দেখা যাচ্ছে—সভাপতি পদে আবার নির্বাচিত হতে যাচ্ছেনবর্তমান সভাপতি আমিনুল ইসলাম...