ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে লা লিগায় জয়ে ফিরলো রেয়াল মাদ্রিদ। গত শনিবার রাতে নিজেদের মাঠে তারা ৩-১ গোলে হারায় ভিয়ারেয়ালকে। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নেয়ার পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। ভিয়ারেয়াল ব্যবধান কমানোর পর শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারেয়াল। গোল করার পর চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। ৮ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রেয়াল। আগের রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাদের ৫-২ গোলে হারের সুযোগ কাজে লাগিয়ে চূড়ায় ওঠা বার্সেলোনা নেমে গেছে দুইয়ে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া শিরোপাধারীরা নিজেদের পরের ম্যাচে জিতলেই ফিরবে শীর্ষে। টানা জয়ের পর হারের তেতো স্বাদ পাওয়া ভিয়ারেয়াল ১৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। আসরে এটি তাদের দ্বিতীয়...