সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর অভিযানে এক সপ্তাহে ১৮ হাজার ৬৭৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে এসব অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের অধিকাংশই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক, তবে অন্য দেশেরও কয়েকজন নাগরিক রয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন সরকারি সংস্থাও অভিযানে অংশ নেয়। আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার ৬৭৩ জন, সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৮২২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে...