অনূর্ধ্ব-২০ ফিফা ফুটবল বিশ্বকাপে সব ম্যাচে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে পড়েছে ব্রাজিল। সর্বশেষ স্পেনের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ সফর শেষ করেছে সেলেসাওরা। দলের এমন ব্যর্থতায় কোচ রামোন মেনেজেসকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। এর আগে রামোনের অধীনে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল বেশ কিছু টুর্নামেন্টে অংশ নিয়ে সফলতা পেয়েছিল। তবে সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের কারণে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, মেনেজেস আর ব্রাজিল অনূর্ধ্ব-২০ জাতীয় দলের কোচের দায়িত্বে থাকছেন না। পারফরম্যান্স এবং এখন পর্যন্ত সম্পন্ন হওয়া কাজের মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দলের সঙ্গে থেকে কাজ করার জন্য কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিবিএফ। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন সময়ে এই দলসহ ব্রাজিলের অন্যান্য...