দিনাজপুরের ফুলবাড়ীতে পাটের আশানুরুপ দাম পেয়ে খুশি পাট চাষিরা, আগ্রহ বাড়ছে অন্যদেরও। বিগত বছরগুলোতে চাহিদানুযায়ী দাম না পাওয়া, পানির অভাবে জাগ দেওয়া নিয়ে বিড়ম্বনাসহ ভালো বীজের সংকট এসব কারণে ফুলবাড়ীতে পাটের আবাদ কমে আসলেও সুদিন ফিরেছে এবছর সোনালী আঁশ খ্যাত পাটের। গত কয়েক বছর পাটের দাম আশানুরূপ না হাওয়ায় হতাশায় পড়েছিলেন চাষিরা। কিন্তু এ বছর উৎপাদন ভালো হওয়াসহ উৎপাদিত পাটের দাম আশানুরূপ পাওয়ায় আগ্রহ ফিরেছেন এলাকার কমবেশি সব চাষিরই। পাটের বাজার এ অবস্থা বজায় থাকলে আগামীতে অন্যান্য ফসলের সঙ্গে সঙ্গে পাটেরও আবাদ অনেকাংশে বাড়বে এ উপজেলায় এমনটাই মনে করছেন উপজেলা কৃষি দপ্তর ও চাষিরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬০ হেক্টর জমি।এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল প্রতি হেক্টর জমিতে ১১...