ইরানের রাজধানী তেহরানকে দক্ষিণ দিকে, বিশেষত পারস্য উপসাগরীয় উপকূলে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অতিরিক্ত জনসংখ্যার চাপ, ভয়াবহ পানি সংকট এবং ভূমিধসের ঝুঁকির কারণে এই পদক্ষেপ জরুরি বলে তিনি উল্লেখ করেছেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত বৃহস্পতিবার জানান, তিনি গত বছরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে রাজধানী সরানোর এই প্রস্তাব পেশ করেছিলেন। যদিও তিনি স্বীকার করেন যে তার এই প্রস্তাব ব্যাপক সমালোচনার শিকার হয়েছে, তবুও প্রেসিডেন্টের যুক্তি বর্তমান সংকট এতটাই গভীর যে ইরানের রাজধানী স্থানান্তর এখন বাধ্যতামূলক। পেজেশকিয়ান জানান, তেহরান, কারাজ এবং কাজভিন এলাকায় এখন ভয়াবহ পানি সংকট চলছে, যা সহজে সমাধান করা সম্ভব নয়। তেহরান শহরে এক কোটিরও বেশি মানুষ বাস করে...