আবারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির আসনে বসছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এদিকে সহ-সভাপতির দুই পদে বসতে যাচ্ছেন সাবেক বিসিবি প্রধান ও আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং প্রখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম।বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগের দুই পরিচালক নির্বাচিত হন বুলবুল ও ফাহিম। ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হন ফারুক আহমেদ।সব কিছু ঠিকঠাক থাকলে এই ৩ জনই পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ দায়িত্ব। এর মধ্যে সভাপতি হিসেবে প্রার্থী হতে যাচ্ছেন একজনই, আমিনুল ইসলাম বুলবুল। তাই এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন তিনি।এদিকে সহ-সভাপতি হিসেবে যে দুটি পদ রয়েছে সেখানে ফারুক ও ফাহিম- এ ২ জনেরই প্রার্থিতা করার কথা রয়েছে। তাই সহ-সভাপতির পদ কাদের দ্বারা পূরণ হতে যাচ্ছে- তা-ও নিশ্চিত।আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল...