নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের এক আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনার পর বাস চালক ও তার সহকারীকে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ছাড়া ভাঙচুর করা হয় দুর্ঘটনা কবলিত বাসটি এবং পরে একই পরিবহনের আরেকটি গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম। নিহত মোজাম্মেল হক (৫৫) ফতুল্লার সস্তাপুর এলাকার প্রয়াত মোক্তার হোসেনের ছেলে। তিনি ব্যবসার কাজে ইজিবাইকে করে শহরের চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন বলে জানান স্বজনরা। আহতরা হলেন- ফতুল্লার কায়েমপুরের বাসিন্দা ইজিবাইক চালক মো. রানা (৪৫) এবং সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার বাসিন্দা আনিছুর রহমান (৩৫)। আনিছুর অপর একটি ব্যাটারিচালিত রিকশার (মিশুক) চালক। তবে বাস...