০৬ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম ইরানের ট্যাংক-বিধ্বংসী গাইডেড অস্ত্রগুলি (এটিজিডাব্লিউএস) সাধারণত কম পরিচিত। তবে, গত মাসের শেষে সার্বিয়ার ‘পার্টনার ২০২৫’ প্রদর্শনীতে প্রকাশ্যে আনা হলো এই অস্ত্র। ট্যাংক-বিধ্বংসী এসব অস্ত্রের অনেকগুলিই মার্কিন অস্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই খবর দিয়েছে শেফার্ড মিডিয়া। ইসলামি প্রজাতন্ত্র ইরানকে বেশিরভাগ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে নিষিদ্ধ করা হয়েছে। তবে, সম্প্রতিসার্বিয়ার ‘পার্টনার ২০২৫’ প্রদর্শনীতে জোর উপস্থিতি দেখিয়েছে দেশটি। ইরান প্রদর্শনীতে অংশ নিয়ে জাহাজ-থেকে উৎক্ষেপণযোগ্য, উপকূল প্রতিরক্ষা এবং বিমান প্রতিরক্ষা থেকে শুরু করে এটিজিডাব্লিউ পর্যন্ত সম্পূর্ণ ক্ষেপণাস্ত্রের সিরিজ প্রদর্শন করে। এটিজিডাব্লিউ ক্ষেপণাস্ত্রগুলি উল্লেখযোগ্যভাবে মার্কিন বা ইসরায়েলি নকশার বিপরীত-প্রকৌশলীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। শেফার্ড মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, ইরানের ট্যাংক-বিধ্বংসী গাইডেড অস্ত্রগুলির মধ্যে একটি হলো তুফান ৫, যা আমেরিকার...